মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযানে আজ শুক্রবার ১০০ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আপেল (৩২) গ্রেফতার। গ্রেফতারকৃত আসামি মোঃ আপেল (৩২), পিতা- মৃত. ছাদেক আলী, গ্রাম চর সরলিয়া, ডাকঘর- তেকানি চুকাইনগর, থানা সোনাতলা, বগুড়া। ১০০ হিরোইন গ্রাম ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ও একটি মোবাইল। বগুড়া শাহজাহানপু্র উপজেলার নয় মাইলের জামালপুর নামক এলাকায় ঢাকা টু বগুড়া মহাসড়ক জৈনক ইউসুফ এর বাড়ির সামনে রাস্তার উপর হানিফ পরিবহন বাসের যাত্রী আপেলের দেহ তল্লাশী করে ১শ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সহ আপেল গ্রেফতার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইন গত ব্যাবস্থা প্রকিয়াধীন রয়েছে।