বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইপিজে উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮ টার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আইপিজে উচ্চ বিদ্যালয় মাঠে একে-একে জমা হতে থাকে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি দল। নানা কর্মসূচি মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের জন্য উপস্থিত হতে থাকে মুক্তিযোদ্ধা দল, থানা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকল টিম তাদের দল নিয়ে নিজ-নিজ ব্যানারে মাঠে জরো হতে থাকে।
কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এ সময় শান্তির প্রতিক পায়রা মুক্ত করে দেওয়া হয় সেই সাথে রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মাঠে উপস্থিত কুচকাওয়াজের জন্য দলগুলোর সাথে তাঁরা পরিচিত হন। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।